মিথ্যে বলেছি,
সাজানো হাসিতে কাটিয়েছি সামাজিক প্রহর,
পরিজন আর জাগতিক ব্যস্ততার ফাঁকে
মনের গভীরে ঘুরেছি তোমার শহর।


গোপন হয়েছি,
অভিনয় দিয়ে ঢেকেছি জমানো কষ্ট,
বহু বছরের ভালোবাসাকে সাধারণ করে
অলীক সুখে নিজেকে করেছি পথভ্রষ্ট।


কল্পনায় ভেসেছি,
রূপকথা লিখেছি নিজেই মনের মাঝে,
আজীবন পোষা গোপন স্বপ্ন গাথায়
পরিণামহীন সুখেরা হাসে পাতার ভাঁজে।


প্রহর গুনেছি,
দিনমান সায়াহ্ন যামিনী দোসর করে,
নিয়মসিদ্ধ সাংসারিক বহতা স্রোতে
আর্দ্র কায়ায় ভেসেছি শুষ্কতা হৃদয়ে ভরে।


নিজেকে পেয়েছি,
নব শিহরণে শুনেছি প্রজাপতির কলরব,
প্রণয়ের এই সুধা একান্তই আমার ...
তুমি যতোই ভাবো তোমার জন্য সব।