শ্রাবণ যদি তোমার মনে
আমার স্মৃতির দহন আনে
বুকের আঁচল মুখে টেনে
হৃদয় বারিদ চোখে এনে
আর কেঁদো না তুমি,


মেঘ মলয়ের বন্ধু বেশে
হাঁটছি আমি নিরুদ্দেশে
এই শ্রাবণের বৃষ্টি শেষে
অভিষবের হাসি হেসে
মুক্ত হবো আমি।


তখন যদি আদুল সাজে
সম্মোহিনী কারুকাজে
অনাবৃত বুকের ভাঁজে
বৃষ্টিকে চাও খুব বেলাজে
উপেক্ষিতই হবে,


তোমার বুকে বর্ষা হওয়ার
বহু শ্রাবণের লিপ্সা আমার
নিরুদ তোমার মনের আধার
দেয়নি বাদল দেয়নি নীহার
দাবদাহ বৈভবে।


এখন তোমার বুকে খরা
ঊষর চেতন ছন্নছাড়া
সমাজ শেকল পায়ের কড়া
তবু কেন হৃদয় ভরা
বর্ষাস্নানের সাধ ?


আমার এখন নিষিক্ত মন
মেঘের মাঝে রই সারাক্ষণ
স্বপ্নে আমার আপন সাধন
শ্রাবণ সুধায় খুঁজছি এখন
বৈরাগী অনুনাদ।