দুঃখ চেয়ে লজ্জা দিলে তুমি ...


মন আকাশের চাদর জুড়ে
দুখ-পাখিরা নিত্য উড়ে,
ব্যাকুল হৃদির আর্জি ভুলে
দেয় না ধরা চোখের জলে।
দুঃখরা তাই হয় না আপন
কি করে দেই তোমায় এখন ?
আমার কাছে দুঃখরা নেই
কাঁদছি একা সুখ বালিশেই,
সুখোল্লাসের যজ্ঞে নিরুদ জীবন মরুভূমি।


সুখ যে তোমার না-চাওয়াদের দলে ...


রাংতা মোড়া প্রেম কথনে
হাসতে তুমি ... মন রমণে,
বদ্ধ ঘরে খুঁজতে আকাশ
নগ্ন গায়ে মাখতে বাতাস।
মন ভেজাতে বর্ষা মেঘে
রাত কাটাতে একলা জেগে,
সুখ খাঁচার ঐ সোনার তালায়
ঠোঁট ছোঁয়াতে দহন জ্বালায়,
দুঃখ বিলাস যায়নি তোমার সুখ শালিকের ছলে।


তোমার আমার এই তো তফাত প্রেমে ...


সুখের স্রোতে ঊষর আমি
দুঃখ রঙে ধূসর তুমি,
দুই এষণে অমিল গাঢ়
হলাম না যে কেউই কারও।
ছিলাম দুজন কাছেই অনেক
আমরা তবু হলাম না এক,
হাজার অযুত নিরাক রাতে
কাটলো জনম না পাওয়াতে,
মুগ্ধতাটা রইলো শুধু দুই হৃদয়ের ফ্রেমে।