কথা ছিলো প্রবাহিণী তটে দাঁড়িয়ে
শম সুধা মাখবো কথন হারিয়ে,
নদী বলে, আমিও এমন প্রহরে
জলস্বন রাখবো লুকিয়ে লহরে।


আমি তাই অস্থির থাকি রোজ
ক্ষণে ক্ষণে করি বিরতির খোঁজ,
আয়ু চাপা নিরত কালের ভাঁজে
এক ফোঁটা প্রেম নেই তার মাঝে।


তুমিও তো সেই পণে ছিলে দোসর
তবু কেন খোঁজো মুখরিত আসর ?
কেন চাও রীতি স্বীকৃতি মান ?
প্রেমটা তো শুধু দুজনের গান !


সেই গানে নেই চেনা লয় সুর
মৌনীতে মন মিলে অক্রূর,
দুজনের মন সেই গান ভুলে
সামাজিক কীর্তনে আজ দোলে !


প্রেম আজ বিদিত, আপন নয়
তাই বুঝি পেয়ে হারানোর ভয়,
ভীত বুকে যতো বন্ধনই আঁকি
সবই পাই, প্রেম শুধু দেয় ফাঁকি।


হতে পারে সবাই এমনই আছে
কোলাহলে কলরবে মরে বেঁচে,
জমা করে হত বিরামের স্তুপ
বিয়োগেই হবে তারা নিশ্চুপ।


তুমি আমি তেমনই কি নরনারী ?
প্রথা ক্রম চলনের অনুসারী ?
তবে কেন পণ ছিলো হবো ভিন্ন ?
কেন খুঁজি গোলমালে স্হির চিহ্ন ?


কথা ছিলো ভীত বুকে তীরে শুয়ে
ভেজা সুখে নেবো ভয় সব ধুয়ে,
কথাগুলো কূলে কাঁদে এভাবেই
তুমি আমি প্রেম কেউই সেথা নেই।