স্বাধীনতা কই?
শেখ শান্ত বিন আব্দুর রাজ্জাক
===============
পথেঘাটে চলতে গেলে
লাগে ভীষণ ডর
কখন যেন জান চলে যায়
বুক কাঁপে থত্থর !
নিজের ব্যবসা নিজের বাড়ি
ঘুম আসেনা রাতে
না-দেই যদি লক্ষ টাকা
চাঁদাবাজির হাতে !
উচিৎ কথা বলতে গেলে
মুখ করে দেয় বন্ধ
স্বাধীন দেশে স্বাধীনতার
নেই যে কোনো গন্ধ !
কোটি টাকায় বিক্রি হয়
বিচারকের রায়
বড় বড় খুনিরা তাই
মুক্তি পেয়ে যায় !
যত দেখি তত আমি
শুধু অবাক হই
ভেবে মরি খুঁজে মরি
স্বাধীনতা কই ?