ঢাকা-
ইট পাথরের একটি কঠিন শহর
যেখানে ভোরের সূর্যে জাগে-
শত-শহস্র বহর।
যেখানে ভোরের কাক ডাকেনা
বসন্তে গায়না কুকিল গান-
যে শহরের বুড়িগঙ্গায় যায়না করা স্নান।
এমন একটি রুদ্ধ শহর
সবার প্রিয় ঢাকা-
যে শহরের চাপা গোলিতে
ঝুলছে মানুষের জীবন চাকা।
যেখানে সকাল সন্ধ্যে মানুষে মানুষ খায়
যেখানে  ভোরের আলোতে স্বপ্ন উঁকি দিয়ে চায়।
যে শহরে এক-মুঠো ভাতের জন্য
প্রতিনিয়ত চলছে লড়াই
যেখানে কোটিপোতির বড়বড় দালান
আর শিল্পের বড়াই।
যেখানে মধ্যরাতেও যায়না শুনা
কুকুরের ভয়ঙ্কর চিৎকার-
যেখানে টাকার কাছে বন্ধি আজ
মানুষের অধিকার।
তুবু সবার স্বপ্নের,সবার ভাবনার
একটি শহর ঢাকা-
যে শহরে রক্ত-ঘামে আয় হয় কিছু টাকা।
যে শহরের মানুষ গুলো দেখেনি কুভু
রাত বা সকাল-
যে শহরে সকাল মানেই
কারো জীবনের অকাল।