আমি তখনো ছিলাম,সত্যি বলছি আমি তখনো ছিলাম-
যখন বাংলার শ্যামল প্রান্তরে ভিন দেশীদের প্রভাব
যখন বাংলা জননীর ঘরে লড়াকো সৈনিকের প্রচন্ড অভাব
সত্যি বলছি আমি ছিলাম,আমি ছিলাম বাংলার মাঠে ঘাটে
বাংলার মাটিতে মিশে-
বাংলার সাথে এতো মিলগো আমার কিশে
কেন নয়,আমিযে বাংলার,বাংলাযে আমার
যে বাংলায় জন্মেছি আমি তিতুমীরের বেশে আবার
ভাবছো,এতোসব কিভাবে আমি দেখেছি
আমি দেখেছি তারে বাংলার প্রকৃতির আড়ালে
দেখেছি ভোরের দোয়েল হয়ে
দেখেছি করুন মাঝির ভাঙা নৌকা বয়ে
সত্যি বলছি আমি তখনো ছিলাম,আমি তখনো ছিলাম
যখন দর্ভিক্ষে ক্ষুধার জ্বালায় নিজেকে করিছি নিলাম
যখন কুকুর বিড়ালের মত বাংলায় বেঁচে ছিলাম
ছাড়িনি তোমায় বাংলা,তুমি ছাড়োনি আমায়
আবার জন্মেছি আমি সূর্যসেন হয়ে
মুক্ত করবো তোমায়
সত্যি বলছি আমি তখনো ছিলাম,আমি তখনো ছিলাম
যখন বাংলায় এলো কংগ্রেস,এলো মুসলিম লীগ
যখন বাংলার বাতাস ছুটছিলো দিগবিদিগ
তারপর,তারপর আবার জন্মেছি শেখ মুজিবের দেশে
বাংলাদেশ যার নাম-
যেখানি ঘুরেছি আমি বাউলের বেশে....