পশ্চিমের সূর্যটা চেপে বসেছে মাথার উপর
যেন অন্ধকার সৃষ্টির এক ভয়ঙ্কর মহোৎসব
কিছুক্ষনের মধ্যে ঘোর অন্ধকার নামবে
যেখানে আমার ছায়া আমাকে নাজানবে।
অন্ধকার চারিদিকে ঘোর অন্ধকার
একলা পথে হাঁটছি আমি খুঁজতে সূর্যের দ্বার
নিরব নিস্তব্দ প্রকৃতি-
যেন তারাও হারিয়েছে ভাষা
হঠাৎ নজর পড়লো পশ্চিমের মাঠে
হারিকেন পাশে দাঁড়িয়ে এক চাষা ।
ভাবলাম এই বুঝি পেলাম পশ্চিমের সূর্য
গভীর আগ্রহ আর ভাবনায় ভাঙছে আমার ধৈর্য
গুটি গুটি পায়ে সামনে এগিয়ে গেলাম
অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর ফলাফল
একটি জুলন্ত লাশ পেলাম।
লাশের পাশে হারিকেন গলায় পেঁচানো দঁড়ি
ভয়ঙ্কর চিৎকারে জেগেছি আমি রাতের স্বপ্ন ছাড়ি।