মন্দিরের এক ইশ্বরহীন কোনায়
একটি গর্ত,তাহাতে পড়ে আছে,
বাশি ফুল,মুখপোড়া ধুপের কাঠি,
একটা দেশলাইয়ের বিষণ্ণ বাক্স,
তার মধ্য রয়ে গেছে একটি কাঠি,
তাঁর লাল মাথাটা স্যঁতস্যঁতে,
এক লাল গামছায় জড়িয়ে আছে,
এলোকেশী এক নারকেল,
শ্রদ্ধার সব চিণ্হ ঘুমিয়ে পড়েছে,
পঁচা এক গন্ধ ছড়িয়ে,
তার ওপর বিছিয়ে জাবে,
আর একটা মলিন চাদর প্রতিদিন,
শ্রদ্ধা বুড়ো হয়,
সেই পঁচার মাঝে জীবন পায়ে,
কিছু ব্যঙের ছাতা,ছত্রক-
যুবক এক ইশ্বরের জন্য.