তোমাকে দেখেছিলাম,
সেই সদ্য ঘুম ভাঙা বনে,
যখন সেই ময়ূরটা গুঁটিয়ে নিয়েছিলো,
তাঁর সপ্তবর্ণী পশমের পেখম,
টূপ করে পড়ে গেল একটি বীজ, হ্রদয়ের কোটর থেকে,
অশনি-সংকেতের মাঝে দেখেছি,
খরা মাঠ হয়ে উঠল সবুজ,
নিঃশব্দে খুলে গেল অনেকগুলো জানলা,
ফঢ়ফড় করে বেরিয়ে উঢ়ে গেল  পায়রার দল,
পশমী পেখম আর বন্ধ হয়নি,
বীজ, শিশু চারাদের সঙ্গে হেঁসে খেলে,
হয়েছে বড়,দপদপে রঙ-
আকাশে তাকিয়ে শুধু হাঁসে,
চিনি না কোন গাছ,পুষ্প,ঘাস এই বনের,
তবে সারা বনের বর্ণ,গন্ধ পরিচিত-
থাকে লুকিয়ে অন্তরে,
তুমি কে জানিনা,কথা হয়নি কভূ-
বনের ভালোবাশা,বনেই ফুটে থাকে-
ময়ূরের সহস্রচক্ষু পশমের খোলা পেখমটা,
কেন যে তাকিয়ে থাকে সারা প্রহর ?