ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো
এই আলোতে উধাও হলো
গগনতলের কালো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো


নিশুথী নিঝুম রাতে
ঘুম নেই আঁখি পাতে
মনোহরা ঐরূপে করিছো
এ ভুবন ঝলোমলো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো


হেরি অপরূপের হাসি
বারবার ছুটিয়া আসি
রূপ দেখে মম চিত্ত উতলা
হৃদয় যে টলোমলো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো


আজীবন ভালোবেসে
তোমাতে রইবো মিশে
ঐরূপে অবগাহন করিবো
ছুড়ে ফেলে সব কালো
ওগো ইন্দু তুমি
ছড়ালে এ কোন আলো।
*****


রচনা কালঃ ১৩ মার্চ ২০২৪