যদি বল আমি কাপুরুষ
তবে তাই ঠিক।
এই ঘুনে ধরা সমাজটাতে
পুরুষেরই বা কি মূল্য আছে?
তোমাদের শ্রদ্ধাভাজন পুরুষেরা
মিথ্যা দম্ভ আর অহংকারে
নিত্য কামড়ে খাচ্ছে একে অপরের মাংস
তারা ভুলেই গেছে নিজের অস্তিত্ব।
তাই আমি কাপুরুষ।
যদি বল আমি ভীরু, প্রতারক
তবে তাই ঠিক
এ সংসারে সাহসিরাই বা কি করেছে?
পেশি আর সাহসের দম্ভে
অন্যায় অবিচারে সমাজ করেছে জর্জরীত।
তাই আমি ভীরু।
যদি বল আমি শক্ত পাষান
তবে তাই ঠিক।
তোমাদের উদারতার আঘাতে আঘাতে
আমি আজ শক্ত পাষান।
****


রচনাকালঃ ২২ মার্চ ২০০২