ভানু হে, তোমার প্রখর তপন তাপে
অগ্নিবাণে ঢালিছ দারুন খরা,
পুড়াইছ বলো এ কোন অভিশাপে
দহন জ্বালায় পুড়ছে বসুন্ধরা।

আসমানে বসে খেলিছো আনমনে
জ্বলছি তব এহেন রুদ্র রূপে,
মহব্বত কি জাগে না কঠিন প্রাণে
অসহায় আজ মরছে উত্তাপে।


ভানু, তুমি খেলছো এ কোন খেলা
এ খেলার কি নাই কোনো শেষ?
চরম উত্তাপে কাটছে সবার বেলা
প্রখর তাপে পুড়ছে সারা দেশ।


এ কোন পাপের নিচ্ছো প্রতিশোধ
মাঠে-ঘাটে শুধু শুনি হাহাকার
ভানু হে, ওগো থামাও এবার ক্রোধ
থেকো না আর তুমি নির্বিকার।


ঝরাও তোমার শীতল প্রেম বারি
সিক্ত করো সাধের এ বসুন্ধরা,
চেয়ে দেখো ঐ মাটির আহাজারি
জলের শোকে ক্লান্ত এই ধরা।
*****


রচনা কালঃ ২৪ এপ্রিল ২০২৪