কখনো রুদ্র গোস্বামী কখনো আসিফ হুসাইন কখনো বা অন্য কোনো কবির বিরহের বাণী কোট করে চিমটি কাটতে অনেক মজা পাও, তৃপ্তির ঢেকুর তুলো।
কখনো কি ভেবে দেখেছো? এই কবিরা জীবন ভর সব হারিয়ে শুধু ভালোটাই বেসেছিল যেখানে ছিল না কোনো চক্রান্ত, কৌশল, শর্ত, দাম্ভিকতা, ছলনা, অর্থলিপ্সা বা মিথ্যা, এমনকি কাছে পাওয়ার নামে মাতেনি কোনো ধ্বংসলীলায়।
অথচ তুমি........................!
তবুও বলবে....................!
দম্ভ, মিথ্যা আর অর্থে তুমি একটা নির্মল স্বপ্নকে ভেঙে চুরমার করেছো, ভালোবাসাকে করেছো কলঙ্কিত, দুর্বিষহ করেছো অনেকের জীবন, কেড়ে নিয়েছো নির্মল হাওয়া। সময়ের গতি দ্রুত ধাবমান পাগলা ঘোড়ার মত ছুটছে দিগন্ত পানে। অভিনয় আর মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা যায়নি, যাবেও না। তাই এবার অন্তত তোমার কৃষ্ণ গহ্বর থেকে ভালোবাসাকে মুক্তি দাও।
*****


রচনা কালঃ ১৩ এপ্রিল ২০২৪


নোটঃ লেখাটির নামকরণে সহায়তা করে আমাকে কৃতজ্ঞতায় আবদ্ধ করেছে কবিতা কণ্ঠের প্রিয় কবি বন্ধু দুলি।