গোধুলী লগ্নে মিনারায় শোনি
মোয়াজ্জিনের ডাক,
এসময় তুমি সবারে কাঁদিয়ে
হয়ে গেলে নির্বাক।


বিধাতার ডাকে হাসি মুখে তুমি
চলে গেলে জান্নাতে,
আমাদেরে তুমি ফেলে রেখে গেলে
এক বুক কাঁন্নাতে।


শিশু মন খুঁজে তোমার আদর
তোমার শীতল ছাঁয়া,
কেঁদে কেঁদে সারা দুনিয়া ঘুরিয়া
কোথা পাব তব মায়া।


তোমার জন্য আজো কাঁদি বসে
গুরুস্থানের পাড়ে,
খুঁজে খুঁজে ফিরি সেই মুখ খানি
পনের বছর পরে।


সুখে আর দুঃখে তোমাকে স্বরিয়া
আজো নিভৃতে কাঁদি,
শাসনে আদরে আবারো বাঁধিতে
ফিরিয়া আসিতে যদি।


রচনাকালঃ ২৮ ডিসেম্বর ২০০৩