তোমাকে পেয়েছি রক্তে রাঙানো একটি ভোরে
তোমাকে রেখেছি আমার সারাটা হৃদয় জুড়ে।
লাখো শহিদের জীবনের দামে
তোমাকে কিনেছি মা
লাখো মা-বোনের সম্ভ্রম দিয়ে
তোমাকে পেয়েছি মা।
চোখের জলে আর তোমাকে ভাসতে দিবোনা
তোমার মাথা কারো কাছে মা নোয়াতে দেবনা।


শ্রমে ও ঘামে ঢেকে দিবো সব যত আছে বেদনা
তোমায় মা’গো কারো ঘরের দাসি হতে দেবোনা।
থাকবোনা চেয়ে অন্যের পানে
আশায় বাঁধিবো বুক
সোনার ফসলে সাজাবো মা’গো
তোমার সোনা মুখ।
সোনা ঝরা হাসি ছড়িয়ে দিবো প্রতিটি ঘরে ঘরে
তোমাকে রাখিবো হাসি ও গানে অনেক যত্ন করে।


অনেক দুঃখ সয়েছ মা তোমার বুক ভরা বেদনা
হৃদয়পুরে রাখিবো তোমায় যেতে আর দেবোনা।
সোনায় মোড়ানো বাংলা আমায়
রাখিও তোমার বুকে
চাইবনা কভূ অপরের ধনে
রইবো তোমাতে সুখে।
দুর্নীতি করে পিছু টানে যে ছাড়বোনা মা’গো তারে
তোমার মান রাখিতে মা’গো জেগে আছি ঘরে ঘরে।


*******
       
রচনাকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০১৭