অভিমানী মুখটা তোর
অনেক ভালোবাসি
ওই মুখেতে যখন দেখি
বাঁকা মুচকি হাসি।
মুখটা যখন অভিমানে
লুকিয়ে রাখিস তুই
মন বাগানে ফুটে তখন
গোলাপ বেলী জুঁই।


এলোমেলো থাকবি তুই
আমায় ভালোবেসে
গুছিয়ে নিব মনের মতো
সুখের হাসি হেসে।
যখন প্রেমের অভিমানে
থাকবি বেসামাল
মাতাল ঝড়ে শক্ত হাতে
ধরবো আমি হাল।


ক্লান্ত হয়ে আমার কোলে
রাখিস যদি মাথা
প্রেমাবেগে জড়িয়ে তোরে
শোনাবো রূপকথা।
পুড়িয়ে দিব প্রেম অনলে
বিষণ্নতার আঁধার
জড়িয়ে বুকে ভুলে যাবো
মনের ব্যথা হাজার।


পারিস যদি দূর করিতে
মনের অহংকার
ভালোবাসার স্বপ্নে ঘিরে
থাকবে এ সংসার।
মনের কোণে সংগোপনে
রাঙাবো তোর মুখ
দু'জন দু'জনাতেই পাব
সাত জনমের সুখ।
*****


রচনা কালঃ ২৭ এপ্রিল ২০২৪