তুই তো আমার এই বুকটার মাঝ খানেই ছিলি
কার কথায় কোন লোভেতে এমন আঁচড় দিলি?
ধন ও নিলি মান ও নিলি প্রাণ টাই আছে বাকি
তবুও তোর স্বাদ মিটেনা সেথায় মারিস ঝাকি!
আমি তো আর আগের মতো নেই ওরে বোকা
প্রেমের প্রাসাদ গড়তে গিয়ে খেয়ে গেছি ধোঁকা।
স্বপন দেখার সাধ মিটেছে বইছি দুঃখের ঘানি
জীবন মরণ দুই পাশ থেকে করছে টানা টানি‌।
দেখছি বেজায় সুখেই আছিস ধনে জনে মানে
উত্তরি বায়ে সুখের খবর আসছে ভেসে কানে।
নাচে গানে আনন্দে তোর বেজাই কাটছে দিন
কেমনে আমি শোধিব তোর এমন প্রেমের ঋণ?
তোর সুখে তো বাধ সাধিনা থাক না নিজের মত
পুড়া বুকের দারুন ব্যথায় করিস না আর ক্ষত।
থাকলি না মোর বুকের মাঝে তাতে দুঃখ নাই
গুমড়ে কাঁদে মান হারা প্রেম হারিয়ে রোশনাই।
*****


রচনা কালঃ ৪ মার্চ ২০২৪