গ্রীষ্মের খরতাপে অজানার পথ ধরে
বহুদূর হেঁটেছি দুজন,
হয়তো সে দিনগুলি ভুলে গেছো তুমি
ভুলতে পারেনি এ মন।

বর্ষার জোছনায় ভেলায় ভেসে কতো
দেখেছি জলের ঝিকিমিকি,
ভালোবাসাময় সে দিনগুলো এই মনে
ক্ষনে ক্ষনে মারে যে ওকি।

শরতের কাশবনে খেলতাম লুকুচুরি
হারিয়ে যেতাম অবেলায়,
মনে পড়লেই আজো সেই দিনগুলো
চোখ ভিজে একা নিরালায়।


হেমন্তের সন্ধ্যায় শিশির ভেজা ঘাসে
হেঁটেছি দুজন আনমনে,
হিম হিম ঠাণ্ডার পরশ গায়ে মেখে
বেড়াতাম হাসি আর গানে।


শীতের সন্ধ্যায় দেখেছি খেলা কতো
জড়িয়ে দুজন এক চাদরে
প্রেমের উষ্ণতায় মিশে যেতাম দুজন
আজো সে দিনগুলি মনে পড়ে


বসন্তের বাতাসে ফুলের সুবাস এসে
উজাড় করতো মনপ্রাণ,
দখিনা হাওয়ায় ভেসে গাইতাম দুজনে
মন মাতানো সব গান।


আমার ষড়ঋতু বারোটা মাস জুড়েই
মিশে আছে শুধু সেই স্মৃতি,
আজো আনমনে গাই সে দিনের গান
ভুলিতে পারিনা সেই গীতি।
*****


রচনা কালঃ ২৯ এপ্রিল ২০২৪