তুমি আসবে বলে কতো রকমের প্রস্তুতি!
সালাম বেপারী নিজের কাজকর্ম গুটিয়ে
ঘরের বাজার সেরে দ্রুত বাড়ি ফিরেছে।
রাখাল ছেলেটাও তার গরুর পাল নিয়ে
সময়ের আগেই বাড়ি ফিরে এসেছে।


তোমার অপেক্ষাতে ওই পরিশ্রান্ত কৃষক
আজ বটতলায় একটুও জিরোতে বসেনি।
ঘরে ফেরার তারনায় বুড়ো রিকশা চালক
সমস্ত ক্লান্তি ভুলে তড়িৎ প্যাডেল মারছে।
কখন আসবে তুমি কখন দেখা হবে?


তুমি আসবে বলে সবার কি যে ব্যস্ততা!
সকলের মনে প্রশান্তির দারুন অনুভূতি!
রাস্তা, মাঠ, ঘাট দ্রুত ফাঁকা হয়ে যাচ্ছে।
খেয়া ঘাটের মাঝি তরী বেঁধেছে ঘাটে
যেন কারো-ই আর দেরি সইছে না!


তরুণ তরুণীরা তোমার অপেক্ষায় বসে
অবিরত রবি রাগে আগমনী গান গাইছে।
তোমায় স্বাগত জানাতে শিশু কিশোররা
মন মাতানো ছড়ায় গলা ফাটিয়ে যাচ্ছে।
মাঠ ছাড়েনি পাড়ার দুষ্টু ছেলে গুলো।


অবশেষে গুড়গুড় ডেকে তুমি আসলে
আনন্দে নেচে উঠল অশান্ত ধরণীতল।
নবরূপে হেঁসে উঠলো ঘন ছায়া বিথী।
তোমাকে আলিঙ্গনে গড়াগড়ি খাচ্ছে
পাড়ার ওই ডানপিটে ছেলের দল।
*****


রচনা কালঃ ৫ এপ্রিল ২০২৪