মফস্বলের এক অজ্ঞাত রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজন-পর্বে হঠাৎ আলখাল্লা পরিহিত এক আগন্তুক এসে বলবে, " আমার নাম মৃত্যু। আমি আপনাকে নিতে এসেছি। " আমি ওয়েটারকে পুনরায় খাবারের তাগাদা দিয়ে আগন্তুককে বলব-- "এত তাড়া কিসের? বসুন না। এইমাত্র একটা আইরিশ কৌতুক পড়েছি। আপনাকে শোনাই।" আমি তাকে কৌতুক শোনাব। শুনে সে সশব্দে হাসতে থাকবে। হাসতেই থাকবে। আমি বিল পরিশোধ করে বেরিয়ে পড়ব। বাইরে থেকেও শোনা যাবে সেই হাসির শব্দ। তারপর হঠাৎ করেই যেন শব্দটা থেমে যাবে। দেখা যাবে তিনটে ধূসর বেড়াল আমাকে ঘিরে ধরেছে। আমি ছুটতে শুরু করব। ছুটতে ছুটতে চৌরাস্তার মোড়ে এসে দেখব আন্দ্রে ব্রেটন জুতোর ফিতে বাঁধছেন। তিনি তখন একজন পুলিশ ইন্সপেক্টর। আমি হাঁপাতে হাঁপাতে বলব, ব্রেটন সাহেব, এইমাত্র আমি মৃত্যুকে হাসাতে হাসাতে মেরে ফেলেছি...আমাকে গ্রেফতার করুন