শিউলি গোছা কার বা খোপায়,
আলতা রাঙা কার গো দু পায়,
করছে তব গৃহের বাহির
এই আমাকে আজি;


আজ যে রঙে সাজলো আকাশ
সকাল বেলার শিউলি বা কাশ
সে রঙে আজও,চলো না ফের সাজি।


কোন সে বনে?
বাজছে গান কাহার মনে?
কার সুরে আজ গৃহহারা,
মন ছুটে যায় প্রান্তরে।


কোন ইশারায় কার বা খেলায়
অম্বরে আজ শুভ্র ভেলায়,
উড়ছে ঘুড়ি নাটাই ছাড়া
তোকে ছাড়া আমি ছন্নছাড়া;


বৃষ্টি ফোটায় মেঘ যে ঝরে,
শিউলি ফুটবে আশায়;
মোর দিন ফুরিয়ে যায়।