করুণা চাইনি, ভালোবাসা চেয়েছিলাম সেই ক্ষণে ।
কখনো কি কোন সুর বেজে ওঠে তোর মনে?
তোর ভরসা হব আমি । হৃদয় গগনে
যদি আসে ঝড়- ঈষাণ কোণে
কালো মেঘ সুখঘোর ভাঙে
যদি তলিয়ে যাস কখনো কালোপানির গহনে
তখনি আমাকে পাবি তোর হুতাশনে
আশারুপে । বরষণ মুখর সন্ধ্যায় বাতায়নে
ডাকে যদি দেয়া, বিজলি ভ্রুকুটি হানে
সান্ত্বনা হব আমি কদম ঘ্রাণে ।
যে যাতনা এমন সইতে না জানে
সে বেদনার তো নেই কোন মানে
সে শুধু শুধু হাহাকার বয়ে আনে
সে দুখ ঘোচাবো আমি । প্রাণে প্রাণে
বইয়ে দেব দখিনা বায়ু ভাটির গাঙে
ফাগুনের কোকিল তার কুহুতানে
স্পন্দন আনবে কাঁচাবনে ।
সে তান বিলাবি তুই জনে জনে
তখনি তোকে চাই, নির্জনে ।
তুই শুধু আমার ।