রাঙা বধু, তোমার ঘোমটা ওঠাও ।
দেখ এসেছে চাঁদ
তোমায় যে তুলনা করবে কবি
স্নিগ্ধ নরম চাঁদের আলোয়
যেখানে আঁধার অলংকার তোমার ।


ব্যস্ত কিষাণ, তোমার কাস্তে নামাও ।
দেখ এসেছে চাঁদ
শুষে নাও যত প্রাণশক্তি
চকমকে চাঁদের আলোয়
যেখানে ফসল পুরস্কার তোমার ।


শহুরে বাবু, তোমার যন্ত্র থামাও ।
দেখ এসেছে চাঁদ
মেকী পোষাক খুলে কর চন্দ্রস্নান
যেখানে চাঁদটাই আহার তোমার ।


এসো জ্ঞানী, শুন্যাভযান থামিয়ে দাও ।
দেখ এসেছে চাঁদ
অকৃত্রিম আদি রহস্যের মায়াঘেরা চাঁদ
যেখানে চাঁদের বুড়ি বড় আপন তোমার ।


ব্যর্থ প্রেমিক, প্রিয়াকে ভুলে যাও ।
দেখ এসেছে চাঁদ
জ্যোৎস্নাপরী নামবে তোমার জন্য
যেখানে পদ্মপুকুর বাসর তোমার ।


চিত্রকর, তোমার তুলি ওঠাও ।
দেখ এসেছে চাঁদ
আঁকো অবোধ্য আনন্দের ছবি
যেখানে আকাশ ক্যানভাস তোমার ।


সন্ত্রাসী, গুলি চালাও গুলি চালা্ও ।
দেখ এসেছে চাঁদ
লাল ছোপ ফেলে দাও যদি পারো
যেখানে চাঁদটাই টার্গেট তোমার ।


এসো ডাহুক, এসো শেয়াল, মানুষ, নেকড়ে,
শরীরী, অশরীরী, ইন্দ্রিয়ের অগোচরে থাকো যদি কেউে
এসো সদ্য কাটা ফসলী জমিতে
সার বেঁধে গান গাই ।
শিরায় প্রবাহিত আদি অস্তিত্বের গান
প্রাচীণ প্রাণীজগতের কোন যোগসূত্র
আবার উদঘাটিত হোক ।
হৃৎপিন্ড ছড়িয়ে দিক চাঁদের আলো
মসৃণ, নরম, ঘোরলাগা নেশাগ্রস্ত আলো
যেখানে জ্যোৎস্নায় আনন্দ সবার ।
০৩.০৬.২০১৫
ভরা পুর্ণিমা রাত