এক.


বিবর্ণ গ্রাম রেখে যাচ্ছো রাতের কাঁথায়
লিখে রাখছো ক্ষত জলে ভেতর
উদ্ভট ইশারায় নষ্ট করছো শ্রমের মন্দির।


তোমার করতলে ক্ষয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম
বিমূর্ত চেতনায় মিলিয়ে যাচ্ছে মস্তিস্কের আয়ু


তোমার অন্তিমতায় অবিরাম জ্বলে কবন্ধ আকাশ...


দুই.


এক শিশু কালো করছে মুখ আরেক শিশুর
প্রজাপতিঘ্রাণ গায়ে মেখে এক শিশু
পিরিচ ভাঙে
স্বপ্ন ভাঙে
ভাঙে অন্য শিশুর বুক।