চশমার বারান্দায় অবসরপ্রাপ্ত মাস্টার চোখে শিশুদের কোলাহল
ছুটির ঢং ঢং বাজে
মলিন ন্যাপকিনে অভিজ্ঞ হাতে মুছে নেন রকমারী পাওয়ারের গ্লাস


বয়সী চোখ
ঝাপসা আলো
অস্পস্ট সময়ের পেছনে পরিপাটি ঋণের জলমগ্ন পাহাড়
কৃশকায় দেহের ঝুলন্ত বিকেল; চিন্তার ভাঁজে রূপালী মেঘ আর
সবুজের গেরস্থালি...


সঙ্গমহীন হাতের ছোঁয়ায় এখনই থেমে যাবে পৃথিবীর আত্নভূক শিহরণ
কালো ডানার অন্ধকারে পাড়ার বৃদ্ধ ক'জন-
যারা এখনও বিষণ্ন ব্যাথার পীড়িতে বসে মেপে নিচ্ছেন রাতের দাম্ভিক ভাষণ
নিথর স্বপ্ন যাদের দুপুরভাঙা নদীর দু'পাড়; বিছানার নিঃসঙ্গ জাগরণ
শীঘ্রই তারা কাতর জলাঙ্গী জলে মুখ ঢাকবেন প্রাপ্তির মৌনতায়...