জানালার পাশে উৎকণ্ঠিত নদী
বিষণ্ন মেঘে ঘেমে ওঠে ক্ষয়িত পাথর
শহরের চোখে বাড়তে থাকে পথের বিস্ময়


কত আর ক্ষরা
শ্রাবণ মেঘের কত রসিকতা হেঁটে যাবে আমাদের মেঠো পথে!
টিনের চালে
বহুতল ছাদে
ভর করে বিষণ্নতা; বৃক্ষরা কাঁদে চরম তৃষ্ণা...


শোন অপ্সরি মেঘ, রসিকতা ছাড়ো
নদীকে শোনাও ভাটিয়ালি
বিষণ্নতা ভোল, তৃষ্ণা মেটাও পাখি-ফুল-বৃক্ষের...