লজ্জায় লাল হলে, নীলবসনা প্রেম আমার
হয়ে ওঠে কাঙ্ক্ষিত সুন্দর...


বিশ্বাসের নতশিরে ড্রেসিংরুমে যাই
চোখের ইঙ্গিতে মাপি সমুদ্রগভীর
দেখি-
               অস্বচ্ছ জলের ডানায় ভাঙনের প্রতিচ্ছবি।


দুই
এখানেই থাকো তবে আজ
সওয়ার হও আদিম অশ্বের পিঠে


আদিম পোষাকে না হয় সাজালে শহুরে কেবিন!
জংলি নিশ্বাস ছুঁয়ে গেলে একদিন, কি আর ক্ষতি এমন?