কাল বহমান সিঁড়ি ভেঙ্গে হেঁটে যায়
সময়ের হাত ধরে, প্রজন্মের ঘর
ছুঁয়ে শ্রাবণ ধারায় একাকী; কাব্যের
শরীর তার লেখার টেবিলে, ক্লেদজ
সময়; নিঃসঙ্গ কবি নিভৃতে প্রহরে
প্রহরে আঁজলা ভরে অমৃতে ভাসিয়ে
বিশ্বলোক, নিরন্তর প্রাণের পুস্পিত
ঝোপঝাড়ে দাো নিরানি কে তুমি?