আমায় আমি বিকিয়ে দিলাম
     প্রকৃতির কাছে।
মানুষ বড় ভয় লাগে ইদানীং
বড় নিষ্ঠুর লাগে পৃথিবীটাকে
সমাজটাকে বড় কুৎসিত লাগে
যেন-তেন গড়া রীতি-নীতির কাছে অসহায় লাগে।
রাজনীতি বুঝিনা,বোঝার হয়তো চেষ্টাই করিনি
তবে এটুকু বুঝি
এটা সাধারণের জন্য নয় ,
অসাধারণের কীর্তি।
রাষ্ট্রযন্ত্র ভাবায় আমাকে
রাজকার্য নিয়ে
কিভাবে করেছে বিভাজন
আমাদেরকে নিয়ে
ধনী-গরীব,জাত-পাত
নাকি লঘু -গুরু
এটাও বুঝিনা।
পৃথিবীর কোনো হিসাবই বোধগম্য নয়
আমার কাছে
বোধ হয় অপ্রকৃত, প্রাচীন আমি
তাই ফিরে যেতে চাই
প্রকৃতির কাছে।