ইন্দ্রীয়গুলো ভাব করে বিঘোষন;
ভীষণ-বিশাল সূক্ষ্ম কর্ম অবিরত;
চক্ষু খোলা অথচ দেখিতে পায় না,
নারীর সবাক জলপান!!
কর্ণ জোড়া শুনতে পায় না কোকিলের কুহু সুর!
কি বিস্ময়; জিহ্বা শুধু সুধা বাসনে নিমিত্ত দিবানিশি।
জড় দেহ,, মননে দূরন্ত অভিলাষ
বাঁচিবার এতো তবে সাধ?
নাই প্রেম,নাই বিরহ বেদন
অমূল্য কে মূল্যবান করিবার অভিলাষ।
এ জীবন বাঁচিবার তরে তবু কেন!!
ইন্দ্রীয়গুলো মরে গিয়ে,
জড় দেহে বাঁচিবার আঁশ।