যোগ্যতা অর্জন করতে গিয়ে হারায়,
সময় আর শখ।
সম্পদ অর্জনের জন্য প্রিয় মানুষ,
সুখ অর্জন করার জন্য দৌড়ে চলা!
রসনা বিলাসের জন্য দামী খাবার,
স্বাস্থ্য রক্ষা করার জন্য খাদ্য নিয়ন্ত্রন।
দুঃখ দূর করার জন্য আনন্দের সন্ধান!
রোগ মুক্তির জন্য ডাক্তার, কবিরাজ,
তা না হলে ফুঁ মন্তর,
হায়রে মানুষ, রঙ্গিন মানুষ
বসত করলি শুধু দেহে,
মনের খবর রাখলি না।
এতো কিছু করলি যে ভাই,
লাগবে যে শুধু সাদা কাপড়,
বিঘা নয়কো, সাড়ে তিন হাত।
মাটির সাথে মিশে যাবি
মাঝখানেতে তাল হারালি?