একটা ইচ্ছার কথা বলো;
তোমাকে দেখতে চাই।
একটা ফুলের নাম বলো,
তোমার সুঘ্রাণ চাই।
একটা দুঃখের কথা বলো,
তোমার প্রার্থনায় সামিল হতে চাই।
একটা সুখের অনুভুতি বলো,
তোমার হাতের স্পর্শ চাই।
একটা রুপকথার গল্প বলো,
তোমার আশা হতে চাই।


তবে বেশ, তোমার জন্য নয়;
আমার জন্য.. কিছু বলো
তুমি আদিগন্ত বিরহ আমার,
আমি শুধু নদী।
হারায় জোয়ারে, ভেসে ওঠে ভাটায়।
চিরকাল অধরা!
তোমাতে আমাতে শূন্যতা পূরণ,
কখনো কি সম্ভব?