ব্যাকুল ও হ্নদয়ে,চকিত মনের কোণে
মেঘ জমেছিল,ক্ষুদিত পাষানির মনে,
অযথা হেলায় ,কভু অকারণে;
ভেঙ্গে ছিল যে খেলা।
অবেলায় তারে কেন পিছু ডাক?
সময়ের দাবি প্রয়োজনের কাছে,
অসময়ে শুধু কাঁটাগুলো ঘোরে
মেলে না বিধূর মুখ।।
প্রিয়তমেষু নাকি অনাহুত আগন্তুক?
সময়কে থামায়,সাধ্য কি বলো,
নিয়তি জমা, হিসাব মঞ্জুর।
ভালো থেকো ভালোবাসা
ভালো থেকো বিশ্বাস,
যা কিছু ভালো,রয়ে যাক জমা।
ক্ষতখানি শুধু আমার পাওনা।