মেঘ
মেঘ বালিকা বলছে শোনো
বাতাস তোমায় বাসি ভালো।
চলো দু'জনা ঘর বেঁধে নেই।


তোমাতে আমাতে থাকবেনা আর বিবাদ
ইচ্ছে হলে বূষ্টি হয়ে ঝড়বে আমার বুকের মাঝে,
বাতাস বলে সে কি করে হয়?
আমি যে ভাই পাগলপারা,
যখন খুশি তখন ঝরি
,পথ হারিয়ে পথকে খুঁজি।
ঘর বাঁধা কি মুখের কথা
মেঘ বালিকা বলছে শোনো
তোমায় আমি বাসি ভালো
বাতাস বলে বাতায়নে
অনেক কিছুই আছে পরে
ঘর বাঁধার স্বপ্ন আমার নেই তো পরে
মেঘ বালিকা এবার বলে
বেশ ভালো , মনে রেখো
সাজের বেলায় অকারণে
ফিরবে না আমার নামটি ধরে।