নারীর দৈণ্যতাকে ভেবো না দরিদ্রতা
ক্ষমাকে ভেবো না অক্ষমতা।
ভদ্রতাকে ভেবো না দূর্বলতা।
সহিষ্ণুতা কে ভেবো না অণুভুতিহীনতা।
নারী নিজেকে ভাগ করে না, করে বিশ্লেষণ।
নিজেকে মোহাবিষ্ট করে না, করে বিভাজন।
প্রকূতি তাকে ক্ষমা করে না
সমাজ তাকে সুযোগ করে দেয় না
কাজ দেয় না অবসর।
দায়িত্ব তাকে অব‍্যাহতি দেয় না,
নারী নিজেকে নিজের মত করে গুছিয়ে নেয়।


চৈত্রের খরায় মাটি যখন ফেটে চৌচির
কষ্টের দহণে নারী তখন দীপ্ত যোদ্ধা।
বর্ষার বারিধারায় যখন ভেসে যায় ফসল
নারী তখন ধরে রাখে পাল।
ভবিষ্যত ফসল ফলানোর দূড় অঙ্গীকার।
নারী শক্তি, নারী সৃষ্টি, নারী স্রষ্টা, নারী মহীয়সী।
তোমরা বোঝনি তাকে
প্রকূতি সেটা তোমারই ব‍্যর্থতা।