আঁধারে অধরা ছিল অজ্ঞানতা,
প্রেম ছিল সরলরেখায়,
সততা ছিল দূস্পাপ্য,
ধৈর্যের বাঁধ ভেঙে হয়েছিল চৌচির।
তাই নির্বাসন হলো জীবনের সূতোকাঁটা।
আমায় তুমি খুঁজবে?
খুঁজতে খুঁজতে হঠাৎ যদি পাও,,
খুব আনন্দে জড়িয়ে ধরবে,,
ঘোর কাটলেই বুঝবে,, তুমি বুঝবে
তুমি যাকে খুঁজেছো,সেতো ন‌ই আমি।
নিথর দেহ,অচল গাড়ি,অসাড় মুখখানি!
তুমি কি তখনো আমায় ভালোবাসবে?


তুমি কি কাঁদছো?
একে কি তবে ভালোবাসা বলে!!
বিস্ময়ভরা স্মৃতি উল্টেপাল্টে দেখলাম,
না, না, না এমন কোন ভালোবাসার গল্প নেই।
বরং আছে অঢেল অভিযোগের পাহাড়।
তবে কি এটা অভ্যেস,, দীর্ঘদিন একসাথে পথচলা,
সেটাই কারন!
নাকি মায়া?
কতটা দিন রাগে, অভিমানে, অনুযোগে, অভিনয়ে তোমায় স্পর্শ করতে চেয়ে ব্যর্থ,
কতো আলোর প্রদীপ জ্বেলে তোমার প্রতীক্ষায়,
ছিলাম বিনিদ্র রজনী।
ছুঁয়ে ছিলে তুমি,, তাকে
ছিল যার দেহ।
হ্নদয় ছুঁতে পেরেছো কি?


এ জীবনে যতদিন বেঁচে ছিলাম দেহ-মনে,
প্রতিবার তুমি জিতে গেছো।
এই প্রথমবার আমি জিতলাম,,
কাঙ্খিত ভালোবাসা,লোভ,মোহমায়া
সব নির্বাসন দিয়ে।।