যদিও আমি দূরের অনেক তবুও তোদের কাছে,
দূর দূর করে তাড়িয়ে দিলেও আছি তোদের পাছে।
অত সহজে ছাড়ছিনা আর, ভাবছিস তোরা কি?
তোদের মাঝে সারা জীবন থেকেই যাব আমি।
কত অবহেলা, কত অনাদর করবি তোরা আমায়
আমার বন্ধন রইবে তোদের শৃঙ্খলা হীন পায়।
আঘাত দিয়ে করিস যদি আমার কার্য ব্যর্থ
তারই মাঝে খুঁজে নেব অন্য কিছুর অর্থ।
জলের মাঝে ভাসব আমি জলো শেওলার মত
দূরে  যত সরিয়ে দিবি কাছে আসব তত।
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকব তোদের ঘৃণা ধরে,
দেখব আমি আমায় ছাড়া চলিস কেমন করে।


০৩.০৩.১৮