অত বেশি ছন্দ আসে না কবিতায়
আশা উচিত ও নয়
উন্নয়নের স্রোতধারায়-
যৌনতার উন্নতি দেখে হতবাক
গোটা দেশ-
টিভি খুলতেই ভয় হয়
সকালের তাজা খবর ও পুরোনো
রেকর্ডের মত বেজে চলে ধর্ষিতা ধর্ষিতা বলে


শুধু খবর প্রকাশ পায়
বিচার হয়না।
ধর্ষিতার ছবি প্রকাশিত হয়
ধর্ষকের হয় না।
আমরা কার আন্দলোনে সোচ্চার হই,
ফেটে পড়ি চিৎকারে-?
ওটাকে ঘৃণাভরে বলতে পারি
ভদ্রভাবে আরো যৌনতা আশা করি
আমরা বিবেকবান সমাজ
নতুবা এত নৃসংশতা ঘটে যায় কি করে………


তরিখঃ30.07.17
ঢাকা।