থাক না তুই বেঁচে ব্যথা লয়ে বুকে
ওর মত ও থাকুক সুখে।


ও সুখে থাক তাতে দুঃখ কি আমার,
আমি তো চেয়েছি তাকে সুখি করার।


পারিনি আমি,  পারিনি আমি তাকে-
তাই তো সরিয়ে নিয়েছি নিজেকে।


কিন্তু -তবু কষ্ট হয়
একা একা প্রেম ছেড়ে কি বাঁচা যায়?


ওর হাতে উঠেছে নতুন সুখের হাত
আমি তাতে করব না দৃষ্টিপাত।


তবু আমি বেঁচে থাকব কি করে
বেঁচে ছিলাম তো তার আত্মা ধরে।


থাক না তুই বেঁচে ব্যথা লয়ে বুকে,
ওর মত ও থাকুক সুখে।
ওকে খুজে নিতে দে ওর প্রাণের সুখ,
তোর আর কিসেরই বা দুখ।


ভুলে যা, সব কিছু, ছিল যা পেছনে
মনে কর ঘটেনি কিছু তোর জীবনে।


কেন মিছে কাঁদবি তুই
ভালবাসা ফিরে যদি না আসে, কি করবি তুই?


মৃত্যু কি সব কিছু দিতে পারে?
বলছি ভুলে যা তুই তারে।


মনে তুই আনিস না মৃত্যু লোভ,
ভুলে যা আছে তোর যত ক্ষোভ।


তুই শুধু থাক বেঁচে
নিয়তি কে পারবি না কি মেনে নিতে?


রয়ে যা সহে যা জীবনের ব্যাথা,
মৃত্যুই নয় তোর জীবনের শেষ কথা।


শুধু থাক না তুেই বেঁচে ব্যথা লয়ে বুকে,
ও থাকুক ওর মত সুখে।