তুমি মিথ্যা, তোমার ভালবাসা মিথ্যা,
তুমি ভালবাসনি কখনো আমাকে,
তুমি মিথ্যা, তোমার লেখা কবিতা মিথ্যা
তুমি শুধু প্রাণ ভরে কাঁদিয়েছ আমাকে।
তুমি একটুও ভালবাসনি আমায়,
যদি ভালবাসতে, একটি বার কাছে ডাকতে,
এত নিষ্ঠুর হতে পারতে না তুমি।
এতটুকু ভুলের জন্য এতবড় শাস্তি তুমি দিতে না।
তুমি নিজেকে কষ্ট দেয়ার নামে,
আমাকে কষ্টের মাঝে ফেলতেনা বারে বারে।
তুমি মানুষ নও, তুমি নিষ্ঠুর,
এত জঘন্যতম নিষ্ঠুর মানুষ দেখিনি জীবনে।
কেন তুমি এসেছিলে আমার কাছে?
কেন মিথ্যে ভালবেসছিলে?
কেন তুমি বলেছিলে? তুমি হাত বাড়ালে
আমিও বাড়াব আমার হাত,
তুমি ঝাপ দিলে, আমিও দেব ঝাপ?
কেন তুমি ভুলতে পারনি সেই ক্ষুদ্রতম দোষ?
যে দোষের কারনে হারাতে হবে  এতদিনের
লালিত স্বপ্ন আশা, জমে থাকা ভালবাসা।
আজ থেকে নয়,
তোমাকে আমি ভালবেসেছি
বহুকাল থেকে,বহুবছর অপেক্ষা করে ভালবেসেছি তোমায়।
সত্যি করে বলতো তুমি কি চাও?
কি চাও আমার কাছে?
তুমি কি আমার এ ভালবাসাকে ছিন্ন করতে চাও?
বল, চুপ করে থেকনা, উত্তর দাও।
আমাকে কষ্ট দিতে তোমার ভাললাগে, তাই না?
ঠিক আছে দাও, যত পার দাও কষ্ট আমাকে,
যেদিন সইতে পারব না সেদিন বুঝবে,
কতটুকু ভালবেসিছিলাম তোমাকে।
আমিও চুপ করে থাকব, কখনো কিছু বলব না আর,
একটি অনুরোধ শুধু রেখ আমার।
তুমি ভাল থেক , তুমি ভালথাকলে ভাললাগে আমার,
আর একটি কথা, আমার খবর নিওনা তুমি
আমিও নিবনা তোমার খবর আর।
পারলে যত আছে দোষত্রুটি আমার
চেষ্টা করে দেখ ক্ষমা করে দেবার।