হৃদয়ের বিষে মোর রক্ত ক্ষরণ,
তুই তো ছিলি মোর জীবন ও মরণ।
তুই তো ছিলি মোর আষাঢ়-শ্রাবণ,
তুই ছিলি মোর সাদা সাদা কাশবন।


আজ তুই কেন রে বিষাক্ত মন?
কেন তুই  আজ রে বিষের বর্ষণ?
বিষেরই জ্বালায় জ্বলে রে
মোর দেহ মন।
বল না, কেন তুই বিষাক্ত মন?


কেন তোর চুম্বনে বিষের কাপন?
কেন তুই হয়ে গেলি বিষাক্ত রতন?
কেন তুিই  এ হৃদয়ের সর্প দংশন?
হৃদয়ে মোর বিষেরই রক্ত ক্ষরণ।


আয়না তুলে নে তোর বিষের প্লাবন,
ভালবেসে নেরে বুকে মধুর আলিঙ্গন।
আর না সয় মোর বিষাক্ত যাতন,
ক্ষমা কর, মুক্তি দে,
দে ভালবেসে একটি চুম্বন।