ও বাড়ীর পুকুরে,
এক দিন দুপুরে,
দু-দিকের দুপাড়ে,
সান বাধা ঘাটেতে
আমি বসে এ পাড়ে।
দেখি সব ঢেউ গুলি
দুলছে ও পাড়ে।
ও পাড়ের ঢেউ গুলি
ফিরে ফিরে আসেরে,
এ পাড়ের ঢেউগুলি মাড়িয়ে।
কিছু কথা কবে মোরে,
আরো ঢেউ আসেরে,
ঢেউগুলি মিলেমিশে
ছন্দ বাধেরে।


কে যেন মিটি মিটি
জলো ঢেউ হাসছে
ও পাড়ের ডুমুরের ডালেতে।
লাল পাকা ফলগুলি
জলে ঢেউ তুলছে,
কে যেন সবুজ পাতার আড়ালে
কি যে কথা ভাবছে।


আমি ভাবি নামি জলে
এই ভর দুপুরে
কভু ভাবি না থাক
নামি কিছু পরে।
কে তুমি ওগো পাখি
লুকোচুরি খেলছো
কেন তুমি জলের সাথে
গোপন কথা বলছ?


দেব কি ভেঙে ঐ
ডুমুরের ডালটা
বলবে কি কিছু মোরে
কিছু কথা পাল্টা?