একটি পিনে ১০টি কাগজ সেটে দেয়া যায়
স্ট্যাপ্লারের একটি সরু চাপে  অতি সহজে,
একটি পিনেই আটকে থাকে সমগ্র মানবতা
সত্যের সকল দলিল সমস্তই সকল অকাজে।

বেমালুম সবাই ফিরে যায় অফিসের দুয়ারে এসে,
ফাইল আটকে আছে, বড় সাহেবের হাতের কাছে
স্ট্যাপ্লারে পিন ছিল না তাই, অপেক্ষা করতে হচ্ছে
পিন সাটা হলে ফাইল ছাড়া হবে মানবতার কাছে।


মানব মনে কত বেদনা: কারো ঘর গেছে, কারো বউ গেছে
কারো গেছে ছেলে,কারো গেছে দুবিঘা জমি, কারোবা স্বামী
সব কিছুর মামলা হয়েছে কয়েকটা কাগজে পিন এটে
ছিটকে গেলে কোনো কাগজ একেবারেই সবই হারাতে হবে।


আটকে রাখা, এটাই তো স্ট্যাপ্লারের বহুল প্রচলিত কাজ
আমাদের মানবিক আদালতও সময়ের আদালতের মত
স্ট্যাপ্লারের পিনে আটকে থাকা এক দলা কাগজ হয়ে গেছে
একটা পিন রিমুভার প্রয়োজন খুব এমুহুর্তে সবকিছু বিসর্জন দিতে।