আজো রক্তে ভেজা এ মাটির বুকে
শুনি কান্না মাগো তোর,
আজো স্মৃতি মাখা বুকে লেখা
লাখো শহীদের একাত্তর।


আজো কান্না গুলো ফিরে ফিরে আসে
বিজয়ের জয়োল্লাসে,
শত রজনীর জেগে থাকা চোখে
স্বাধীনতার ঘুম আসে।


সোনা ভরা মাগো তোর এ বুকে
জন্মিল কত সাধনার ধান,
ভুলেগেছে সবে ভেবে স্বাধীনতা পাবে
কে হিন্দু আর কে মুসলমান।


মাগো এমনি যেন জেগে থাকে তোর
বিজয়ী ধানের ফসল,
হানাহানি যেন মুছে যায় মাগো
মায়া ভরা থাকে তোর আচল।