উচ্ছসিত আমি, নব জাগ্রত,
আমি কূল কিনারের শেষ প্রান্ত।
যতবার মোরে ফেলেছ পিছে,
ততবার তোমরা হারিয়েছ দিশে।
যতদিন তোমরা রেখেছ মোরে আঁধারে
ততদিন তোমরা যেতে পার নাই ওপারে।
আমারে যবে নিয়েছ সঙ্গিনী করে,
তবে উন্নিত হয়েছ আলোকে।
আজো কেন তবু এ অহংকার,
পুরুষ আমরাই আলো আলেয়ার।
না, না ভুল ওটা তোমাদের,
যান না বুঝি?
দগ্ধ হয়েছে ওটা সংস্পর্শে বাতাসের।
ছাড়ো পুরুষ এখনো এ মনো বাঞ্ছা,
সঙ্গিনী ছাড়া বাধিবে শুধু ঝঞ্জা।
লড়ো না পুরুষ একাকী তুমি পাঞ্জা,
পেছনে দেখ সঙ্গিনী ছাড়া তুমি একা।
মোরে সঙ্গিনী করে ডাক তবে কাছে,
নারী বলে রেখনা আর পাছে।
আর হিংসো না মোরা নারী বলে,
নইলে বাধা আসবে পলে পলে।


নারী পুরুষের সম সম অধিকার,
তবে দাও মোরে অধিকার
স্বাধীন ভাবে বাঁচার।


জাগ্রত আজ নারী সমাজ,
বাধা মানবে না কিছুতে আজ।