খুব তো দেখি হাঁটছ তুমি চটাং চটাং,
পিছলে গেলে হবে তুমি চিৎপটাং।
শুনছ না তো বোনের কথা ওরাং ওটাং,
বুঝবে যখন ভাঙ্গবে তোমার লম্বা ঠ্যাং।


একটু গেলেই সামনে হল ময়দার হাট,
খুলছে দেখ সবাই এখন দোকান পাট।
তাইতো আমি হাঁটছি এমন চটাং চটাং,
লম্বা পায়ে এখন আমি কোলা ব্যাঙ।


মুখটি চেপে হাসল বোনটি ঢং দেখে,
কলা খেয়ে খোসাটা কে গেছে রেখে।
হাটের মাঝে ঢুকলো যখন খটাং খটাং
পিছলে গিয়ে পড়ল ছুটে আবুল সটাং।
                              চটাং চটাং,
                              খটাং খটাং,
                              চিৎপটাং।
হা, হা,হা…
হি, হি, হি...হি
হো, হো...হো।


                          
                          তারিখ: 09.08.14
                          আরমানিটোলা, ঢাকা।