হে মানুষ,
কোথা হতে এসে
কোন বা পথে
প্রেয়সিরে মোর
পথ ভুলালে,
যে পথের দিশা
দিয়েছিনু তারে
যে পথে মোরা
চলেছিনু ধীরে
কেন সে পথের আড়ালে
হে মানুষ, তুমি দাড়ালে।
কোথা কত পথ
পড়েছিল হেথা,
চলিতে পারিতে
গরবে সেথা,
ভুলিয়া সে পথ
কেন এলে?
মোর প্রেয়সীর গলে
মালা পরালে,
কেন দুটি হাত বাড়ালে,
হে মানুষ, তারে জড়ালে।
কত ব্যথা কথা
কত যে আশা,
কত বারি ঝরি
ঝরে বরষা
আজিকে আমার হৃদয়ে,
তারি ব্যথা কত
সকল বরিষণে,
ঝরিছে অবিরত
কেন সে বারি বাদলে
হে মানুষ, তুমি শিক্ত হলে?
আকুল পিয়াসে
যে পিয়া মেতেছিল,
প্রেম পূর্ণ রথে
পথে চলেছিল,
সে পথে তুমি
কেন এলে?
আমার প্রেয়সীরে
পথ ভুলালে।
কেন সে পথের আড়ালে
হে মানুষ, তুমিদাড়ালে?
পূর্ণ কুটির তুমি
শুন্য করিলে,
দশানন রুপের আড়ালে।
ভিক্ষুক বেশে,
ভিক্ষা মাগি তারে,
ছলনার মালা পরালে,
কেন সে পথের আড়ালে
হে মানুষ, তুমি দাড়ালে?