আমারে ডাকুক বা না ডাকুক এবাংলার ধান
পৌষের ভোরে শিশির না ভেজাক কলাপাতা
আমি যাবনা ছেড়ে কাঁঠাল ছায়া-কবনা-কো-তা
ঝরুক কাঁঠালের হলুদ পাতা, গুণগুণ গাইব বাংলা গান
মাটির সাদা পথে যেথা পড়ে আছে ধান
যেথা ধূসর চড়ুই বসে বকিছে মনের আবিলতা
শুনতে থাকব খয়েরি শালিকের বেদনা গাঁথা
খালপাড়ে দাড়িয়ে দেখব মাছরাঙার স্নান।


আমি তবু বলে যাব ধানের কানে কানে
সবুজ তোমার পাতা, সোনালী রঙে
ভোরের কুয়াশা রোদে শুকিয়ে আনে,
চাষার হাতের দোলায় ঘাস ফড়িং ঘাস বনে
উড়িয়া পালায় ডানা মেলে সবুজ রঙে
আমার সবুজ নিঃশ্বাস ঝরবে তোমার অরন্যে।


                                  ধানকেঃ ২২/০১/২০০৭
                                            খুলনা