নজরুল
তুমি বসন্তের ভোরে গন্ধ মাখা বকুল
কন্ঠে তোমার বাজে সুরের ও বুলবুল।
তুমি কবি নজরুল।


তুমি সাম্যের কবি,
এক হয়ে যাওয়া হিন্দু ও মুসলিম।
তোমার কলমের শক্তিতে -
স্তব্ধ বৈষম্যের বেড়ি পরা জালিম।


তুমি বিদ্রোহী-
নজরুল তুমি বিদ্রোহী কবি
চির উন্নত মম শিরের ছন্দ সুরের
উত্তাল যুদ্ধ গানের সুর ‍সুরভি।


নজরুল
তুমি জীবন জাগানো
দুঃখ-সুখের গানের কলি,
তুমি রক্ত জবা ফুল।


তুমি সকল যুগের, সকল দেশের,
সর্ব জাতীর প্রিয় বিদ্রোহী বাঙ্গালী।
তুমি আছ প্রাণে, প্রাণে সকল মনে
তোমায় আমার প্রাণের শ্রদ্ধাঞ্জলী।